জগন্নাথপুরে সহায়তার তালিকা নিয়ে সংঘর্ষ, আহত ২৫

জগন্নাথপুর প্রতিনিধি


মে ২৩, ২০২০
০৯:৫২ অপরাহ্ন


আপডেট : মে ২৩, ২০২০
০৯:৫২ অপরাহ্ন



জগন্নাথপুরে সহায়তার তালিকা নিয়ে সংঘর্ষ, আহত ২৫

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আড়াই হাজার টাকা মানবিক সহায়তা প্রদানের তালিকায় ধনাঢ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার অভিযোগে দুইপক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। 

আজ শনিবার (২৩ মে) এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, প্রধানমন্ত্রী ঘোষিত ৫০ হাজার পরিবারের মধ্যে আড়াই হাজার টাকা করে মাসিক মানবিক সহায়তার ওয়ার্ডভিত্তিক তালিকা সংগ্রহের কাজ সম্প্রতি বাস্তবায়ন করেন সংশ্লিষ্ট ওয়ার্ডের জনপ্রতিনিধিরা। যার ধারাবাহিকতায় পাটলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোনা মিয়া ও সংরক্ষিত নারী সদস্য ফেরদৌসী তানিয়া তাদের ওয়ার্ডের ১০২ জনের তালিকা করেন। তালিকায় স্বজনপ্রীতি এবং এলাকার ধনাঢ্য ব্যক্তি  ও চাকরিজীবীদের নাম অন্তর্ভুক্ত করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই জনপ্রতিনিধির বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। একপর্যায়ে এ নিয়ে উত্তেজনা দেখা দেয়।

এর জের ধরে গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আশিক মিয়ার বাড়িতে গতকাল শুক্রবার (২২ মে) রাতে সালিশ বৈঠক বসে। বৈঠকে জনপ্রতিনিধিদের তালিকা সংশোধন করতে বলা হয়। এর জের ধরে আজ শনিবার সকালে ইউনিয়ন পরিষদের সদস্য সোনা মিয়ার পক্ষে দবির মিয়া ও একই গ্রামের মোজাফফর আলীর মধ্যে মুঠোফোনে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয়পক্ষের ২৫ জন আহত হন। 

আহতদের জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত সিরাজুল হক (৬৫), কাওছার আহমেদ (২৬), বাবুল আহমদ (২৮) ও জাকারিয়া আহমেদকে (৩০) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। 

পাটলী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সোনা মিয়া বলেন, আমি ও আমার ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী সদস্য মিলে ১০২টি নাম তালিকাভুক্ত করেছিলাম। এ নিয়ে আমাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশালীন ভাষায় লেখালেখি হয়। শুক্রবার রাতে বিষয়টি নিষ্পত্তি হয়। এর পরও আজ (শনিবার) মুঠোফোনে আমার পক্ষের লোকজনকে প্রতিপক্ষের লোকজন গালিগালাজ করায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

জগন্নাথপুর থানার এসআই আতিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী ঘোষিত আড়াই হাজার টাকার মানবিক সহায়তার তালিকা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয়পক্ষের আহতরা চিকিৎসাধীন আছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

এএ/আরআর-১৩