মাধবপুরে আরও দুইজনের করোনা শনাক্ত

মাধবপুর প্রতিনিধি


মে ২৩, ২০২০
১০:২৫ অপরাহ্ন


আপডেট : মে ২৩, ২০২০
১০:২৫ অপরাহ্ন



মাধবপুরে আরও দুইজনের করোনা শনাক্ত

হবিগঞ্জের মাধবপুরে নতুন করে আরও দুইজনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২৩ মে) ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিকেল থেকে তাদের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে।

নতুন শনাক্ত দু'জন মাধবপুর পৌরসভার শ্যামলীপাড়া ও গঙ্গানগর এলাকার বাসিন্দা। এর মধ্যে একজন সরকারি কর্মকর্তা ও পরজন গত বৃহস্পতিবারে করোনা শনাক্ত হওয়া কেরানীগঞ্জফেরত নারীর বোন।

মাধবপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এইচ এম ইশতিয়াক মামুন জানান, গত ১৮ মে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। আজ তাদের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে মাধবপুর উপজেলায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া নিজ উদ্যোগে মাধবপুর উপজেলার আরও ২ জন ঢাকায় গিয়ে পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মাধবপুর উপজেলায় সর্বমোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা এখন ১১ জন। তাদের মধ্যে ৫ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।

 

এসএম/আরআর-১৬