চুনারুঘাট সংবাদদাতা
মে ২৪, ২০২০
০৯:৫৫ পূর্বাহ্ন
আপডেট : মে ২৪, ২০২০
০৯:৫৫ পূর্বাহ্ন
চুনারুঘাটের বিভিন্ন এলাকার কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সকাল ১১টায় উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন এসএসসি-২০০৭ ও এইচএসসি-২০০৯ বাংলাদেশ (০৭০৯ গ্রুপ) নামে একটি ফেসবুক গ্রুপের চুনারুঘাট উপজেলার সদস্যরা।
বিতরণকালে উপস্থিত ছিলেন- সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ সময় উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলার ০৭০৯- এর সদস্য আলাউদ্দিন, আজিজুল হক সুমন, ফয়সল, অলি, ডালিম, আরিফ, শহিদুল, সুমন, মিজান, জসিম, জুয়েল, রুবেল, রাজীব, ইয়ামিন, জাকির, মিজানুর রহমান ও সাজিদ প্রমুখ।
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গরিব, অসহায় ও দিনমজুর মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তারা পরিবারের জন্য খাদ্য যোগান দিতে ব্যর্থ হচ্ছেন। এসব পরিবারে ঈদ উপহার সামগ্রী দেওয়ার উদ্যোগ নেয় চুনারুঘাট এসএসসি ও এইচএসসি-০৭০৯ এর ব্যাচের বন্ধুরা।
এ ব্যাপারে গ্রুপের সদস্য সাজিদুল ইসলাম জানান- দিনমজুর মানুষদের কথা চিন্তা করে আমরা ০৭০৯ গ্রুপের বন্ধুরা ৪র্থ ধাপে ২৫০টি পরিবারের জন্য ঈদ উপহার সামগ্রীর ব্যবস্থা করে তাদের ঘরে পৌছে দিয়েছি। ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়ছেন।
জেএ/এনপি-০৮