মাধবপুর প্রতিনিধি
মে ২৪, ২০২০
১১:৩৩ পূর্বাহ্ন
আপডেট : মে ২৪, ২০২০
১১:৩৩ পূর্বাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে ৩০ কেজি ভারতীয় গাঁজাসহ এক ‘মাদক চোরাকারবারি’কে আটক করেছে পুলিশ।
আজ রবিবার (২৪ মে) ভোররাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ৩০ কেজি ভারতীয় গাঁজাসহ কামাল হোসেন (৩৫) নামে এক ‘মাদক চোরাকারবারি’কে আটক করে। আটককৃত কামাল মাধবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে।
কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোরশেদ আলম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত কামালের বসতঘর তল্লাশি করে উল্লেখিত পরিমান গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে এসআই মোজাম্মেল হোসেন বাদী হয়ে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
এসএমাআর/এনপি-১৪