সিলেট মিরর ডেস্ক
মে ২৪, ২০২০
০১:০৩ অপরাহ্ন
আপডেট : মে ২৪, ২০২০
০৩:০২ অপরাহ্ন
অধিকার বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করলো ‘হৃদয়ে ৯৮ চেতনায় জগন্নাথপুর’ বন্ধু সংগঠন।
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার এসএসসি ১৯৯৮ ব্যাচের সমমনা ৬৯ জন দেশে-বিদেশে অবস্থানরত বন্ধুকে নিয়ে সম্প্রতি তাদের এই সংগঠন গড়ে ওঠে। দেশের বর্তমান ক্রান্তিকালে সংগঠনের কোনো সদস্য অথবা তাদের পরিবারের অন্য কোনো সদস্য করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হলে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার মহান উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু হলেও পর্যায়ক্রমে বিভিন্ন মহতী কাজে নিজেদের সম্পৃক্ত করার অঙ্গীকার নিয়ে এই সংগঠনের গঠনতন্ত্র তৈরি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সংগঠনের অন্যতম উদ্যোক্তা ডা. মধুসুদন ধর বলেন, ‘আজ আমরা প্রাথমিকভাবে অসহায় শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করছি। পরবর্তীতে ওদের মঙ্গলের জন্য স্থায়ীভাবে আমাদের আরও কাজ করার বিশেষ পরিকল্পনা রয়েছে।’
সংগঠনের উদ্যোক্তা আবুল কালাম আকন বলেন, ‘অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। এর সফলতার গল্প জগন্নাপুরবাসী তথা দেশের সমগ্র মানুষের কাছে পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা অব্যাহত থাকবে।’
আজ রবিবার (২৪ মে) জগন্নাথপুর থানা সদরে ২শ জন অসহায় শিশুর মাঝে খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ডা. মধুসুদন ধর, আতাউর রহমান, আবুল কালাম আকন, রুবেল হুসেন, বাংলা টিভির প্রতিনিধি গোবিন্দ দেব প্রমুখ।
এনপি-১৭