ছাতক প্রতিনিধি
মে ২৪, ২০২০
০৯:৫৪ অপরাহ্ন
আপডেট : মে ২৪, ২০২০
০৯:৫৪ অপরাহ্ন
সুনামগঞ্জের ছাতকে পিতা-পুত্রসহ নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ছাতকে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।
আজ রবিবার (২৪ মে) নতুনভাবে তিনজনের করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজীব চক্রবর্তী।
তিনি জানান, বৃহস্পতিবার (২২ মে) উপজেলার ইসলামপুর ও কালারুকা ইউনিয়নের বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করে সিলেট এম এ এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। এর মধ্যে তিনজনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। আক্রান্ত একজন ইসলামপুর ইউনিয়নের গনেশপুর মৌলভীরগাঁও এলাকার বাসিন্দা। অপর দু'জন কালারুকা ইউনিয়নের শিমুলতলা-মুক্তিরগাঁও এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এমএ/আরআর-১০