তাহিরপুর প্রতিনিধি
মে ২৫, ২০২০
০৬:২৯ অপরাহ্ন
আপডেট : মে ২৫, ২০২০
০৬:২৯ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওরের দক্ষিণ থেকে আনন্দনগর গ্রামের মসজিদের পাশে থেকে পানিতে ভাসমান অজ্ঞাত এক যুবকের লাশ পাওয়া গেছে। আজ সোমবার (২৫ মে) তাহিরপুর থানা পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।
লাশটি পঁচা, দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই ৪-৫ দিন আগেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশের শরীরে গোল গলা গেঞ্জিতে TEA লেখা আছে। পরেনে আর কিছু নেই। স্থানীয় লোকজনের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত এলাকার কেউ লাশটি শনাক্ত করতে পারেননি।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘মাটিয়ান হাওরের আনন্দ নগর গ্রামের উত্তর পাশে পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটিকে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
এনপি-১৮