সিলেট মিরর ডেস্ক
মে ২৫, ২০২০
০৭:৫৯ অপরাহ্ন
আপডেট : মে ২৫, ২০২০
০৮:০১ অপরাহ্ন
হবিগঞ্জে ঈদের দিনেও আরও ৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ সোমবার (২৫ মে) ঢাকায় ল্যাবে নমুনা পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত হয়েছে বলে জানা গেছে।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে নমুনা পরীক্ষা করা হয়। সেখান থেকে এ ৫ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্তের তথ্যটি নিশ্চিত হওয়া গেছে।
শনাক্ত হওয়াদের মধ্যে চুনারুঘাটের ৩ জন, বানিয়াচংয়ের ১ জন ও নবীগঞ্জের ১ জন। এ নিয়ে জেলায় মোট ১৬৪ জন শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৭৪ জন, মারা গেছেন ১ জন।
আরসি-০২/