ছাতক প্রতিনিধি
মে ২৬, ২০২০
০৮:৪৮ পূর্বাহ্ন
আপডেট : মে ২৬, ২০২০
০৮:৫৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ছাতকে নতুন করে আরও ৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ছাতকে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে। গতকাল সোমবার নতুনভাবে ৩ জনের করোনা পজেটিভ হয়েছে।
গত ২৩ মে এদের নমুনা সংগ্রহ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। গতকাল তাদের রিপোর্টে করোনা পজেটিভ শনাক্ত হয়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী।
আক্রান্ত একজন ইসলামপুর ইউনিয়নের গণেশপুর-মৌলভীরগাঁও এলাকার বাসিন্দা। আরেকজন একই ইউনিয়নের গণেশপুর নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। এদের মধ্যে একজন করোনাভাইরাস প্রতিরোধে জনসেচতনতামূলক কার্যক্রম হিসেবে উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক দলের সদস্য। অপর একজন কৈতক হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান।
এছাড়া পৌর শহরের বাগবাড়ী মহল্লার বাসিন্দা ১০ বছরের এক শিশুর করোনা শনাক্ত হয় কয়েকদিন আগে। তাকে ১৪ দিন ছাতক ডিগ্রী কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দিয়ে দ্বিতীয়বারের মতো নমুনা প্রেরণ করা হলে আবারও করোনা পজেটিভ শনাক্ত হয়।
এদিকে, করোনার উপসর্গ নিয়ে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডা. রাজীব চক্রবর্তী ঐ ব্যক্তি হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করলেও তার করোনা পজেটিভ কিনা তা নিশ্চিত করতে পারেননি।
এমএ/এনপি-০১