নিজস্ব প্রতিবেদক
মে ২৭, ২০২০
০৮:৫০ পূর্বাহ্ন
আপডেট : মে ২৭, ২০২০
০৮:৫০ পূর্বাহ্ন
সিলেট নগরের সাগরদিঘিরপাড়ে প্রাইভেট কার খালে পড়ে দুইজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ১০ টার দিকে সাগরদিঘিরপাড় শ্মশান ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নগরের ভাতালিয়া এলাকার মৃত ছবির উদ্দিনের ছেলে মোহাম্মদ এলিন (৩০) ও জামাল হোসেনের ছেলে বাবলু (৩০) আহত হয়েছেন।
সিলেট ফায়ার স্টেশনের স্টেশন অফিসার যীশু তালুকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রাইভেট কারটি সড়কের পাশের খালে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাইভেট কারটি উদ্ধার করেন এবং আহত দুজনকে ওসমানী হাসপাতালে পাঠান। মহানগর পুলিমের কোতোয়ালি থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এনপি-০২