সিলেটে ১১দিনব্যাপী শহীদ জিয়া গ্রন্থমেলার উদ্বোধন

সিলেট মিরর ডেস্ক


মে ২১, ২০২৫
০৭:০৩ অপরাহ্ন


আপডেট : মে ২১, ২০২৫
০৭:০৩ অপরাহ্ন



সিলেটে ১১দিনব্যাপী শহীদ জিয়া গ্রন্থমেলার উদ্বোধন


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কেন্দ্রী ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের স্পেশাল টু এসিস্ট্যান্ট ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ইতিহাসের প্রতিটি বাঁকে বাঁকে শহীদ জিয়ার শক্তিশালী অবস্থান। পতিত ফ্যাসিস্ট সরকার স্বনির্ভর আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ জিয়াকে ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল। সময়ের পরিবর্তনে তারা আজ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।’

মঙ্গলবার (২০ মে) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ১১দিনব্যাপী শহীদ জিয়া গ্রন্থমেলা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। মেলার আয়োজন করেছে কমল সাহিত্য পরিষদ সিলেট। মেলা চলবে ৩০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে। বেলুন উড়িয়ে গ্রন্থমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথিসহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে, কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি সাজন আহমদ সাজুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি কবি সালেহ আহমদ খসরু, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, মহানগর যুবদলের সহ-সভাপতি ময়নুল ইসলাম, সাবেক আহবায়ক কমিটির সদস্য লুৎফর রহমান,সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা কুমকুম, যুক্তরাষ্ট্র মিশিগান বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আলোর অন্বেষণ সাধারণ সম্পাদক সাংবাদিক এমজেএইচ জামিল।

কবি কামাল আহমমের পবিত্র কোরাআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির অর্থ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আহমদ, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, দৈনিক সোনালী সিলেটের সম্পাদক খায়রুল আলম সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইদ মাহমুদ ওয়াদুদ, মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শাওন আহমদ ইমরান, সৈয়দমিনার আলী, জাবেদ আহমদ, কৃষক দলের সহ-সভাপতি সৈয়দ হাবিবুর রহমান ইলিয়াস, জেলা মহিলা দলের সহ দপ্তর সম্পাদক জাহানারা আহাদ রুবিন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলা আহবায়ক জসিম উদ্দিন, জসিম বুক হাউস সাহিত্য পরিষদ সভাপতি কবি ছয়ফুল আলম পারুল, কবি আজমল আহমদ, প্রকাশক জসিম উদ্দিন, দোআশ প্রকাশনী সত্ত্বাধিকারী লুৎফর রহমান তোফায়েল, কবি কমল সাহিত্য পরিষদ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ, আলোর অন্বেষণ সহ-সভাপতি তফাজ্জুল হক সুমন, প্রচার সম্পাদক আল-আমীন, ছড়াকার ছাদির হোসেন, কবি সাজ্জাদ আহমদ সাজু, কবি ও সংগঠক রিপন মিয়া, কবি মুহাম্মদ সুয়েজ হোসেন, মুজিবুল হক রাহাত, ইয়াসিন আহমদ মান্না, এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব আহমদ, কবি নিশাত ফাতেমা, কবি হামিদা আব্বাসী, ফাতেহা বেগম, ছড়াকার নাইমুল ইসলাম গুলজার, ইব্রাহিম আলী ও রেদোয়ান আহমদ রিফাত প্রমুখ।



এএফ/০৪