শায়েস্তাগঞ্জের খালে-বিলে মাছ ধরার ধুম

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


মে ২৮, ২০২০
০১:২০ পূর্বাহ্ন


আপডেট : মে ২৮, ২০২০
০১:২১ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জের খালে-বিলে মাছ ধরার ধুম

টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে নেমে আসছে পানি। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিগলিসহ খালে-বিলে জাল ফেলে মাছ ধরার ধুম পড়েছে। মেঘের পরে রোদ এলেই খালে-বিলে মাছ ধরা যায় বেশি।

গতকাল মঙ্গলবার (২৬ মে) রাত থেকে শায়েস্তাগঞ্জে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পরে আজ বুধবার (২৭ মে) একটু রোদ ওঠায় শায়েস্তাগঞ্জের বিভিন্ন খালে-বিলে ঘুরে দেখা গেছে, শখের বশে অনেকেই মাছ শিকার করতে বেড়িয়েছেন। খোয়াই ও সুতাং নদীতেও বড় জাল ফেলে অনেককেই মাছ ধরতে দেখা গেছে।

শায়েস্তাগঞ্জের সুতাংয়ে মাছ ধরতে দেখা যায় কিশোর মো. হৃদয়কে। এ সময় সে জানায়, ভালোই দেশি মাছ ধরা পড়ছে। পুটি, শিং, মাগুর, বাইম, লাঠি মাছসহ হরেক রকমের মাছ ধরেছে সে।

মাছ ধরতে আসা আরও একজন জানান, শখের বশে মাছ ধরতে এসেছেন তিনি। এসব মাছে ভিন্ন স্বাদ পাওয়া যায়।

শায়েস্তাগঞ্জের খোয়াই নদীতে মাছ ধরতে এসেছিলেন মো. মস্তু মিয়া। তিনি গতরাত ১টা থেকে ফজরের ভোর পর্যন্ত মাছ শিকার করেছেন। বড় বাইম মাছসহ বেশ কিছু দেশীয় প্রজাতির মাছ ধরেছেন বলে জানান তিনি।

এভাবে শায়েস্তাগঞ্জের বিভিন্ন খালে-বিলে মাছ ধরার ধুম পড়তে দেখা গেছে। সুতাং নদীতে মাছ শিকার করতে আসা বুলু মিয়া জানান, বৃষ্টি শেষে রোদ উঠলে মাছ ধরা সহজ হয়। তিনি প্রায়ই পেলুইন নিয়ে ছোট মাছ সংগ্রহ করে থাকেন বলে জানান।

তিনি আরও বলেন, নিজের হাতে ধরা মাছে রয়েছে মজাদার স্বাদ। এই করোনা সংকটে এসব মাছ ধরায় অনেকেরই মাছ কিনে খেতে হচ্ছে না। 

 

এসডি/আরআর-০৩