ছাতক প্রতিনিধি
মে ২৭, ২০২০
০৯:০৮ অপরাহ্ন
আপডেট : মে ২৭, ২০২০
০৯:০৮ অপরাহ্ন
সুনামগঞ্জের ছাতকে এবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সাইদুর রহমানের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাতকের কৈতক ২০ শয্যা হাসপাতালের আরএমও ডা. মোজহারুল ইসলাম।
বুধবার (২৭-মে) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তার নমুনা টেস্ট করে কভিড-১৯ পজেটিভ বলে জানানো হয়।
ডা. সাইদুর রহমান কৈতক ২০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তবে প্রেষণে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বায়িত্ব পালন করছেন তিনি।
এনিয়ে উপজেলায় ১৬জনের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।