জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ৫

জগন্নাথপুর প্রতিনিধি


মে ২৮, ২০২০
০৯:৫১ অপরাহ্ন


আপডেট : মে ২৮, ২০২০
০৯:৫১ অপরাহ্ন



জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ৫

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এরমধ্যে দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল বুধবার (২৭ মে) বিকেলে সংঘর্ষের ঘটনাটি ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সোনাতনপুর গ্রামের সরকারি খালে মাছ ধরা নিয়ে সুহেল আহমদ ও আব্দুল কাসেমের পক্ষের লোকজনের মধ্যে গতকাল বিকেল চারটার দিকে প্রথমে কথাকাটি হয়। এর জের ধরে এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে ৫ ব্যক্তি আহত হন। এরমধ্যে আবুল কালাম ও নাহিদ মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত রাশিদ মিয়া (২০), কামরুল মিয়া (৪৫) ও কাজল মিয়া (৪৪) প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। 

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজিব আহমদ জানান, সরকারি খালের মাছ ধরা নিয়ে দুইপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন শান্ত। এ বিষয়ে থানায় কেউ লিখিত কোনো অভিযোগ দায়ের করেনি। 

এএ-০২/এনপি-১৭