ছাতক প্রতিনিধি
                        মে ৩০, ২০২০
                        
                        ১২:৪৬ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : মে ৩০, ২০২০
                        
                        ১২:৪৮ পূর্বাহ্ন
                             	
                        
            
    সুনামগঞ্জের ছাতকে চিকিৎসকসহ আরও ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ মে) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানী) ছাড়াও উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণেশপুর-নোয়াগাঁওয়ের তিনজন, জাউয়াবাজার ইউনিয়নের কৈতক এলাকার একজন ফার্মেসি ব্যাবসায়ী ও তাঁর ছেলের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে উপজেলায় ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে ৫জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
এমএ/এনপি-১৫