জগন্নাথপুর প্রতিনিধি
মে ২৯, ২০২০
০২:১২ অপরাহ্ন
আপডেট : মে ২৯, ২০২০
০২:১২ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ শুক্রবার (২৯ মে) ভোরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের বাসিন্দা দৈনিক যায়যায় দিন পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি জুয়েল আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। জগন্নাথপুরের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নবকুমার সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ভোরে আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্ঠা চালান। এক পর্যায়ে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন। ততক্ষণে বসতবাড়ির দুইটি কক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘরে থাকা আসবাসপত্র পুড়ে যায়।
সংবাদকর্মী জুয়েল আহমদ জানান, প্রতিবেশীদের চিৎকার শুনে ঘুম থেকে ওঠে বসতঘরে আগুন ছড়িয়ে পড়তে দেখেন তিনি। আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। পূর্ব পরিকল্পিতভাবে কেউ আগুন লাগিয়েছে বলে তিনি ধারণা করছেন।
এএ/এনপি-১৬