ছাতক প্রতিনিধি
মে ২৯, ২০২০
১১:১৬ অপরাহ্ন
আপডেট : মে ২৯, ২০২০
১১:১৬ অপরাহ্ন
সুনামগঞ্জের ছাতকে নতুন ৩ জনসহ একই পরিবারের ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তরা তিনজনই মহিলা।
শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তাদের নমুনা পরিক্ষা করে তাদের শরিরে কভিড-১৯ শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ তোফায়েল আহমদ সনি।
সূত্র জানায়, গত (২৪ মে) উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামের আব্দুর রহমান ও বদরুজ্জামান নামের দুই জনের শরিরে করোনাভাইরাস শনাক্ত হয়। তারা সম্পর্কে পিতা ও পুত্র। পরবর্তীতে গত (২৮ মে) তাদের পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে এর মধ্যে তিন জনের শরিরে করোনাভাইরাস শনাক্ত হয়।
এনিয়ে উপজেলায় দুইজন ডাক্তারসহ মোট ২৪ জনের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ৫ জন্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এমএ/বিএ-০২