জগন্নাথপুর প্রতিনিধি
মে ৩০, ২০২০
১১:১৫ পূর্বাহ্ন
আপডেট : মে ৩০, ২০২০
১১:২৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার একজন নারী চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক। গতকাল শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর ফলাফল পজিটিভ আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সূদন ধর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ২৭ মে ওই চিকিৎসকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ওই নারী চিকিৎসকের রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানতে পারি। তাকে জগন্নাথপুর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।’
এ নিয়ে জগন্নাথপুরে আটজন করোনাভাইরাসে আক্রান্ত হলেন এরমধ্যে ছয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একজন সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এএ/এনপি-০৯