আইসোলেশনে দোয়ারাবাজারের ৫ করোনা রোগী

দোয়ারাবাজার প্রতিনিধি


মে ৩১, ২০২০
০৩:৩৬ পূর্বাহ্ন


আপডেট : মে ৩১, ২০২০
০৩:৩৬ পূর্বাহ্ন



আইসোলেশনে দোয়ারাবাজারের ৫ করোনা রোগী

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত অবস্থায় করোনায় আক্রান্ত একজন নার্সসহ এলাকার আরও ৪ জন করোনা রোগীকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে।

আজ শনিবার (৩০ মে) দুপুরে তাদেরকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৪ মে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালকাপন গ্রামের ২ জন ও ভিকারগাঁও গ্রামের ১ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাদেরকে হোম আইসোলেশনে রাখা হয়েছিল। এরপর গত ২৮ মে অপর একজন আক্রান্ত রোগীর ভাইয়ের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে নার্সসহ আক্রান্ত ৫ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে এ ঘটনায় শনিবার বিকেলে কমপ্লেক্সের আশপাশের এলাকায় করোনার আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পূর্বে গতমাসে উপজেলা মান্নারগাঁও ইউনিয়নের একজন ও পান্ডারগাঁও ইউনিয়নের তিনজনের পজিটিভ রিপোর্ট আসে। তবে ওই চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

হাসপাতাল সূত্র জানায়, গত এপ্রিল থেকে এখন পর্যন্ত দোয়ারাবাজার উপজেলায় ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ৫ জনকে হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে।

 

আরআর-০৭