করোনায় ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা গুরুত্বপূর্ণ : সাংসদ মানিক

ছাতক প্রতিনিধি


জুন ০৪, ২০২০
১২:৫১ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৪, ২০২০
১২:৫১ পূর্বাহ্ন



করোনায় ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা গুরুত্বপূর্ণ : সাংসদ মানিক

স্বাস্থ্য ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বঙ্গবন্ধুকন্যা দেশের সকল পেশার মানুষের সুখ-দুঃখের খবর রাখেন। করোনাভাইরোসের সংক্রমণ প্রতিরোধে ইমাম-মুয়াজ্জিনদের বড় ভূমিকা রয়েছে। প্রতি ওয়াক্ত নামাজের পরে তারা মুসল্লিদের উদ্দেশে সচেতনতামূলক বার্তা দিতে পারেন। এর মাধ্যমে সমাজের সবার মাঝে সেই বার্তা পৌঁছে যাবে।

আজ বুধবার (৩ জুন) করোনা পরিস্থিতিতে সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজারের সকল ইমাম-মুয়াজ্জিনদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত অনুদানের চেক প্রদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় সাংসদ মানিক বলেন, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সবার সচেতনতার বিকল্প নেই। সবার সতর্কতাই পারে এ দুর্যোগ থেকে আমাদের মুক্তি দিতে।

ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবিরের সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত চেক বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল, উপজেলার নারী ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা জসিম উদ্দিন, পৌরসভার শিক্ষক প্রতিনিধি মাহমুদ আলী প্রমুখ।

 

এমএ/আরআর-০২