জগন্নাথপুর প্রতিনিধি
জুন ০৬, ২০২০
০২:৫২ অপরাহ্ন
আপডেট : জুন ০৬, ২০২০
০২:৫২ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের খাল থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় এখনও মেলেনি। গত ২ জুন বিকেলে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, লাশটি ভাসতে ভাসতে মজিদপুর গ্রামের খাল দিয়ে প্রবেশ করে নামাদপুর খালে ভাসতে থাকে। গত মঙ্গলবার বিকেলে এলাকার লোকজন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যকে খবর দিলে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জে মর্গে পাঠায়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী আজ শনিবার (৬ জুন) বলেন, ‘উদ্ধারকৃত গলিত অজ্ঞাতনামা ৪০ বছর বয়সী মরদেহের এখনও পরিচয় পাওয়া যায়নি। কেউ তাকে শনাক্ত করতেও আসেনি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।’
এএ/এনপি-১০