বিশ্বে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়ালো

সিলেট মিরর ডেস্ক


জুন ০৮, ২০২০
০৩:১২ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৮, ২০২০
০৩:১২ পূর্বাহ্ন



বিশ্বে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়ালো
৭০ লাখের বেশি আক্রান্ত

করোনাভাইরাস মহামারীতে বিশ্বে মৃত্যুর সংখ্যা চার লাখ ছাড়িয়েছে;  আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে ৭০ লাখের উপরে। রবিবার (৭ জুন) বিশ্বব্যাপী করোনা সংক্রমণ নিয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটার এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ১৩ হাজার ৯০৯ জন। একই সময় মারা গেছেন ৪ লাখ ১৩ হাজার ৭৪৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ লাখ ৩০ হাজার ৪১৫ জন।

এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছে প্রায় ১ লাখ ১২ হাজার জন। মৃত্যুর তালিকায় এর পরই আছে যুক্তরাজ্য ও ব্রাজিল।

অনেক দেশে করোনাভাইরাস পরীক্ষার ঘাটতি থাকায় এবং কোনো কোনো দেশ হাসপাতালের বাইরে মারা যাওয়া ব্যক্তিদের হিসাবের মধ্যে না আনায় করোনাভাইরাসে প্রকৃত মৃত্যুর সংখ্যা অনেক বেশি বলে বিশ্লেষকরা মনে করেন।

তালিকা অনুযায়ী, আক্রান্ত ও মৃত-দুটি ক্ষেত্রেই শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ১৯ লাখ ৮৯  হাজার ৯৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১ লাখ ১২ হাজার ১১৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪০ জন।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তবে শনিবার সরকারি ওয়েবসাইট থেকে করোনা সংক্রমণের বিস্তারিত তথ্য সরিয়ে নিয়েছে বোলসোনারো সরকার। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশটিতে ৬ লাখ ৭৬ হাজার ৪৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৩৬ হাজার ৪৪ জন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৮ হাজার ৯৮৪ জন আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের মোট সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ৬৭৩ জনে পৌঁছেছে।

ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে আক্রান্তের তালিকায় শীর্ষ দশের মধ্যে অবস্থান করছে পেরু। দেশটিতে গত এক সপ্তাহে প্রতিদিনে আক্রান্তের গড় চার হাজারের বেশি। এ পর্যন্ত ১ লাখ ৯১ হাজার ৭৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৫ হাজার ৩০১ জন।

রয়টার্স জানিয়েছে, প্রতিবছর ম্যালেরিয়ায় বিশ্বে যত মানুষ মারা যায়, করোনাভাইরাসে ৫ মাসে এর সমান প্রাণহানি ঘটল।

জেএসএস-০১/এনপি-১১