সিলেট মিরর ডেস্ক
জুন ০৯, ২০২০
০২:২৩ অপরাহ্ন
আপডেট : জুন ০৯, ২০২০
০২:২৩ অপরাহ্ন
করোনাভাইরাস মহামারি পরিস্থিতির আরও অবনতি হচ্ছে জানিয়ে এ মহামারি ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশকে হাল ছেড়ে না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রিয়েসাস। সোমবার একটি অনলাইন ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
মহাপরিচালক বলেন, ছয় মাসের বেশি সময় ধরে মহামারি চলছে। এখন কোনও দেশের হাত-পা গুটিয়ে থাকার সময় নয়। তিনি আরও বলেছেন, বিশ্বের মহামারি পরিস্থিতি অবনতি হচ্ছে এবং মধ্য আমেরিকায় তা এখনও চূড়ায় পৌঁছায়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ইমার্জেন্সি বিশেষজ্ঞ ড. মাইক রায়ান বলেছেন, মধ্য আমেরিকার দেশগুলোতে করোনার সংক্রমণ বাড়ছে। আমি মনে করি এই সময় সবচেয়ে বড় দুশ্চিন্তার। এখন দ্বিতীয় পর্যায়ে করোনার সংক্রমণ চূড়ায় পৌঁছানো ঠেকাতে মূল মনোযোগ দিতে হবে।
ডব্লিউএইচও’র এপিডেমিওলোজিস্ট মারিয়া ভ্যান কারখোভ ব্রিফিংয়ে বলেন, দক্ষিণ আমেরিকায় করোনা মোকাবিলায় বিস্তৃত পদক্ষেপ প্রয়োজন। মহামারি শেষ হতে এখনও অনেক দেরি আছে।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারস করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে। মৃত্যু হয়েছে চার লাখের বেশি মানুষের এবং আক্রান্তের সংখ্যা প্রায় ৭০ লাখ।
বিএ-০৬