দিরাই প্রতিনিধি
                        জুন ১১, ২০২০
                        
                        ০১:৫৭ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : জুন ১১, ২০২০
                        
                        ০১:৫৭ পূর্বাহ্ন
                             	
                        
            
    সুনামগঞ্জের দিরাই পৌর সদরের মধ্য বাজারের ব্যবসায়ী সুশান্ত রায়ের গুদামঘরে আগুন লেগে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
আজ বুধবার (১০ জুন) দুপুর ১২টার দিকে মধ্য বাজারের মুক্তার ম্যানশনের ২য় তলায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
সংবাদ পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে যায়। তবে এর আগেই ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, মহাজন সমিতির সভাপতি কামাল উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ীদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মহাজন সমিতির সহ-সভাপতি নুরুল হক মিয়া বলেন, দুপুর ১২টার দিকে মুক্তার ম্যনশনের ২য় তলার সুশান্ত রায়ের গুদাম ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে পার্শ্ববর্তী দোকানদাররা চিৎকার করতে থাকলে আমরাসহ অনেক লোক আগুন নেভাতে চেষ্টা চালাই। খবর পেয়ে ফায়ার সার্ভিস দক্ষিণ সুনামগঞ্জের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে এর আগেই এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
অগ্নিকাণ্ডে আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে জানিয়ে দক্ষিণ সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আলমগীর হোসেন জানান, গোডাউনে সাইট্রিক এসিডসহ বিভিন্ন ধরণের দাহ্য বস্তু ছিল। ভবনটির অবস্থান বাজারের সরু গলিতে। রাতের বেলা এই অগ্নিকাণ্ড হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো।
এএইচ/আরআর-০৩