জগন্নাথপুরের আরও ৫ জন করোনায় আক্রান্ত

জগন্নাথপুর প্রতিনিধি


জুন ১০, ২০২০
১১:১৫ অপরাহ্ন


আপডেট : জুন ১০, ২০২০
১১:২৩ অপরাহ্ন



জগন্নাথপুরের আরও ৫ জন করোনায় আক্রান্ত

সুনামগঞ্জের জগন্নাথপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ৫ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

আজ বুধবার (১০ জুন) দুপুরে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুস সাদাতের নেতৃত্বে একটি মেডিকেল টিম আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা শেষে স্বাস্থ্যবার্তা প্রদান করে পরিবারের লোকজনকে শতভাগ হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন। একই সঙ্গে আশপাশের জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

আক্রান্তদের মধ্যে আছেন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের একজন ব্যবসায়ী, ৮ নম্বর ওয়ার্ডের ভবানীপুরের বাসিন্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফ্যামেনিং বিভাগের একজন নারী স্বেচ্ছাসেবী, একই ওয়ার্ডের আরেকজন পুরুষ, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং সৈয়দপুর বাজার এলাকায় বসবাসকারী একজন সরকারি কর্মচারী। 

গতকাল মঙ্গলবার (৯ জুন) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে। 

এ নিয়ে জগন্নাথপুরে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫ জন। এর মধ্যে ৭ জন সুস্থ হয়ে বাড়িতে আছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সূদন ধর জানান, নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদেরকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

 

এএ/আরআর-০৭