দোয়ারাবাজার প্রতিনিধি
জুন ১০, ২০২০
০৬:২৯ অপরাহ্ন
আপডেট : জুন ১০, ২০২০
০৬:২৯ অপরাহ্ন
কঠোর বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে করোনাকালের বাজেট অধিবেশন শুরু হয়েছে। আজ বুধবার (১০ জুন) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের এই বাজেট ও অষ্টম অধিবেশন শুরু হয়। এদিন মহান জাতীয় সংসদের প্যানেল স্পিকার হয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
প্রতিবছরের মতো এবারও অধিবেশন পরিচালনার জন্য পাঁচজন প্যানেল সভাপতি মনোনয়ন দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এবারের প্যানেলে রয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মহিবুর রহমান মানিক।
আজ বুধবার বিকেল ৫টার পর অধিবেশনের শুরুতেই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সংসদ পরিচালনার জন্য সহযোগিতা চেয়ে স্পিকার বাজেট অধিবেশনের জন্য প্যানেল সভাপতি মনোনয়ন দেন।
এবারের বাজেট অধিবেশনের প্যানেল সভাপতিরা হলেন- মুহাম্মদ ফারুক খান, এ বি তাজুল ইসলাম, মুহিবুর রহমান মানিক, কাজী ফিরোজ রশীদ ও বেগম মেহের আফরোজ।
এইচএইচ/আরআর-১৭