তাহিরপুর প্রতিনিধি
জুন ১১, ২০২০
০২:০৫ অপরাহ্ন
আপডেট : জুন ১১, ২০২০
০২:০৫ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের জন্য বুথ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিজেন ব্যানার্জী এ বুথ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুমন বর্মন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মহিউদ্দিন বিপ্লব ও স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন জানান, এ পর্যন্ত তাহিরপুরে মোট ২৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বর্তমানে ১২ জন সুস্থ হয়েছেন। বাকি ৫ জন আইসোলেশনে রয়েছেন।
এএইচ/আরআর-০১