তাহিরপুরে করোনার নমুনা সংগ্রহ বুথ উদ্বোধন

তাহিরপুর প্রতিনিধি


জুন ১১, ২০২০
১০:০৫ অপরাহ্ন


আপডেট : জুন ১১, ২০২০
১০:০৫ অপরাহ্ন



তাহিরপুরে করোনার নমুনা সংগ্রহ বুথ উদ্বোধন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের জন্য বুথ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিজেন ব্যানার্জী এ বুথ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুমন বর্মন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মহিউদ্দিন বিপ্লব ও স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন জানান, এ পর্যন্ত তাহিরপুরে মোট ২৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বর্তমানে ১২ জন সুস্থ হয়েছেন। বাকি ৫ জন আইসোলেশনে রয়েছেন।

 

এএইচ/আরআর-০১