বায়ার্ন-লেভারকুসেন জার্মান কাপের ফাইনালে

খেলা ডেস্ক


জুন ১২, ২০২০
০৬:১৯ অপরাহ্ন


আপডেট : জুন ১২, ২০২০
০৬:১৯ অপরাহ্ন



বায়ার্ন-লেভারকুসেন জার্মান কাপের ফাইনালে
মৌসুমের ৪৫তম গোল করলেন রবার্ট লেওয়ানডোস্কি

জার্মান কাপের ফাইনালের টিকিট কেটেছে বায়ার্ন মিউনিখ। সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়নরা ২-১ গোলে হারিয়েছে ফ্রাঙ্কফুর্টকে। শিরোপা নির্ধারণী ম্যাচে বাভারিয়ানদের প্রতিপক্ষ এখন বায়ার লেভারকুসেন।
বৃহস্পতিবার ঘরের মাঠ এলিয়াঞ্জ এরেনায় ম্যাচের প্রথমার্ধে আতিপত্য বিস্তার করে খেলেছে ট্রেবল শিরোপা প্রত্যাশী বায়ার্ন। দুর্দান্ত খেললেও এ অর্ধে তারা গোলের দেখা পেয়েছিল মাত্র একটি। ইভান পেরিসিকের মাথা ছুঁয়ে বল আশ্রয় নেয় প্রতিপক্ষ ফ্রাঙ্কফুর্টের জালে।
বিরতির পর মাঠের পারফরম্যান্সে উন্নতি করে ২০১৮ সালের চ্যাম্পিয়ন ফ্রাঙ্কফুর্ট। একটি গোলও পেয়ে যায় তারা। ড্যানি দ্য কস্তা ম্যাচে সমতা নিয়ে আসেন।
বায়ার্নের হয়ে জয়সূচক গোল উপহার দেন রবার্ট লেওয়ানডোস্কি। এ গোলে সহায়তা করেন জোশুয়া কিমিচ। যদিও শুরুতে গোলটি বাতিল হয়ে গিয়েছিল অফসাইডের কারণে। পরে অবশ্য গোল পেয়ে বায়ার্ন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির রিভিউয়ের কল্যাণে। চলতি মৌসুমে বায়ার্নের হয়ে ৩৯ ম্যাচে পোল্যান্ডের তারকা এ স্ট্রাইকারের এটি ৪৫তম গোল।
৪ জুলাই বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে জার্মান কাপের ফাইনালে বায়ার্ন মুখোমুখি হবে লেভারকুসেনের। অন্য সেমিফাইনালে চতুর্থ সারির দল সারব্রুকেনকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে নাম লেখেছে লেভারকুসেন।  

এএন/০৬