ছয় মাসে শেষ হওয়া ম্যাচে জিতল ভায়েকানো

খেলা ডেস্ক


জুন ১২, ২০২০
০৬:৪৬ অপরাহ্ন


আপডেট : জুন ১২, ২০২০
০৬:৪৬ অপরাহ্ন



ছয় মাসে শেষ হওয়া ম্যাচে জিতল ভায়েকানো
ফুটবলারকে নাৎসিবাদী বলায় স্থগিত ছিল ম্যাচটি

ছয় মাস আগে শুরু হওয়া রায়ো ভায়েকানো-আলবাকেটের মধ্যকার ফুটবল ম্যাচটি অবশেষে সম্পন্ন হয়েছে। করোনায় লকডাউনের পর স্পেনের মাটিতে এটাই প্রথম পেশাদার ক্লাব ফুটবল ম্যাচ। লা লিগা প্রত্যাবর্তনের আগের দিন দুদল খেলেছে শুধু ম্যাচের দ্বিতীয়ার্ধটা। সমর্থকদের বিশৃঙ্খলা ও করোনার কারণে ম্যাচের প্রথমার্ধ থেকে দ্বিতীয়ার্ধের বিরতি ছিল ৬ মাস।
স্পেনের দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ সেগুনদা ডিভিশনের এই ম্যাচের প্রথমার্ধটা হয়েছিল গত ডিসেম্বরে। ভায়েকানোর সমর্থকরা আলবাকেট ফরওয়ার্ড রোমা জোজুলিয়াকে নাৎসিবাদী বলে দুয়ো দিয়ে থাকে। এ কারণে ম্যাচটি স্থগিত হয়ে যায় প্রথমার্ধ শেষে। প্রায় ৬ মাস বা ১৭৯ দিন পর ম্যাচটির দ্বিতীয়ার্ধ হয় বুধবার (১০ জুন)। তবে সেটা দর্শকশূন্য স্টেডিয়ামে। ১৫ ডিসেম্বর হওয়া প্রথমার্ধটা ছিল গোল শূন্য। শেষ হওয়া ম্যাচে পেরুর লুইস অ্যাডভিনকুলারের একমাত্র গোলে জয় পায় স্বাগতিক ভায়েকানো।

এএন/০৮