সুনামগঞ্জে আরও ১৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


জুন ১২, ২০২০
০৭:১৫ অপরাহ্ন


আপডেট : জুন ১২, ২০২০
০৮:২৬ অপরাহ্ন



সুনামগঞ্জে আরও ১৪ জনের করোনা শনাক্ত

সুনামগঞ্জে আরও ১৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আজ শুক্রবার (১২ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।   

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। 

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, শনাক্তদের মধ্যে সদর উপজেলার ২ জন, দোয়ারাবাজারের ৩ জন, জগন্নাথপুরের ৫ জন, জামালগঞ্জের ৩ জন ও বিশ্বম্ভপুর উপজেলার একজন।

আজ নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ১১৫ জনের। এরমধ্যে সিলেট জেলায় ১ হাজার ২৭৭ জন, সুনামগঞ্জে ৪৩৩ জন, হবিগঞ্জে ২২৭ জন ও মৌলভীবাজারে ১৭৮ জন রয়েছেন। 

আজ সকাল পর্যন্ত সুনামগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। সিলেট বিভাগে মৃত্যু হয়েছে ৪৪ জনের। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় সুস্থ হয়েছেন ৯৯ জন। সিলেট বিভাগে মোট সুস্থ হয়েছেন ৪৪৫ জন।

এনসি/আরসি-১৭