জগন্নাথপুর প্রতিনিধি
জুন ১৩, ২০২০
১১:৩০ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৩, ২০২০
১১:৩০ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে গত ২৪ ঘন্টায় একই পরিবারের ৪ জনসহ ৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আক্রান্ত ৬ জনই পৌরসভার বাসিন্দা। এরমধ্যে ৩ জন পুরুষ এবং ২ জন নারী।
শুক্রবার (১২ জুন) রাতে পৌরশহরের শহীদ মিনার এলাকায় একই পরিবারের ৪ জনসহ মোট ৫ জন এবং শনিবার (১৩ জুন) সকালে আরও ১ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর বলেন, নমুনা সংগ্রহের পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবের পরীক্ষায় তাঁদের রিপোর্ট পজেটিভ আসে। আজ (শনিবার) সকালে আক্রান্তদেরকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
তিনি জানান, জগন্নাথপুরে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩৬ জন। এরমধ্যে ৭ জন সুস্থ হয়ে বাড়ীতে আছেন।
এএ/বিএ-১০