প্রাক্তন অধ্যাপক কল্পনা তালুকদার আর নেই

সুনামগঞ্জ প্রতিনিধি


জুন ১৩, ২০২০
০১:৫৩ অপরাহ্ন


আপডেট : জুন ১৩, ২০২০
০১:৫৩ অপরাহ্ন



প্রাক্তন অধ্যাপক কল্পনা তালুকদার আর নেই

সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ কল্পনা তালুকদার (৬২) মৃত্যুবরণ করেছেন। আজ শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টায় তিনি হৃদরোগে আক্রান্ত হলে শহরের উকিলপাড়া বাসা থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্বামী ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। শনিবার বিকেলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

কল্পনা তালুকদার সপ্তম বিসিএসে শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে কক্সবাজার, রাজবাড়ি ও সুনামগঞ্জ সরকারি কলেজে অধ্যাপনায় যুক্ত ছিলেন। অবসর নেওয়ার আগ পর্যন্ত তিনি সুনামগঞ্জ সরকারি কলেজে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

কল্পনা তালুকদার সুনামগঞ্জ সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয় থেকে ১৯৭৩ সালে এসএসসি, সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে ১৯৭৫ সালে এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞানে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেছিলেন। তিনি কবিতা আবৃত্তি, উপস্থাপনা, মাটির মূর্তি তৈরি ও ছবি আঁকার কাজেও পারদর্শি ছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী কল্পনা তালুকদারের পিতা কালী কুমার তালুকদার ও মাতা সুযত্না তালুকদার। 

কল্পনা তালুকদারের অকাল প্রয়াণে শোক জানিয়েছেন সুনামগঞ্জের সুধীজন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

এসএস/আরআর-০১