জামালগঞ্জ প্রতিনিধি
জুন ১৩, ২০২০
০৫:০১ অপরাহ্ন
আপডেট : জুন ১৩, ২০২০
০৫:০১ অপরাহ্ন
সুনামগঞ্জের জামালগঞ্জে নতুন করে পুলিশসহ আরও ১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আজ শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্ত ১৮ জনের মধ্যে রয়েছেন উপজেলা প্রশাসনের ৪ জন, জামালগঞ্জ থানার ৮ জন, স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন এবং অন্যান্য আরও ৫ জন।
আক্রান্তরা হলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আব্দুল বাসিত, এমএলএসএস ইয়াকুব আলী ও দেবু দাস, উপজেলা সমাজসেবা অফিসের মাঠকর্মী শাহ আলম চিশতী, জামালগঞ্জ থানার এএসআই বাদল মিয়া, এএসআই তরিকুল ইসলাম, কনস্টেবল হাফিজুর রহমান, বিজন দাস, রুবেল মিয়া, রবিউল আলম, শাহজাদ হোসেন, সোহাগ সরদার ও এএসআই তরিকুল ইসলামের ছেলে শফিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আবুল কালাম আজাদ, জামালগঞ্জ সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে ফজর আলী, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের লম্বাবাঁক গ্রামের আব্দুন নূরের ছেলে মো. আক্তার হোসেন (মেডিকেল রিপ্রেজেন্টেটিভ), একই ইউনিয়নের সাচনা গ্রামের রাকেশ দাসের ছেলে সুকেশ দাস ও উত্তর কামলাবাজ গ্রামের অরবিন্দু রায় চৌধুরীর ছেলে ঝলক রায় চৌধুরী।
উপজেলা হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৩ জুন ১৪২ জনের নমুনা ঢাকায় এবং ১০ জুন ১৩ জনের নমুনা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। তাদের মধ্য থেকে মোট ১৮ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুকেশ দাস ও আবুল কালাম আজাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে পাঠানো হয়েছে। বাকি ১৬ জন হোম আইসোলেশনে আছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব বলেন, আক্রান্ত সকলকে আইসোলেশনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। যারা হোম আইসোলেশন নিশ্চিত করতে পারবেন না, তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে আনা হবে। আক্রান্তদের সুস্থ করে তুলতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হবে।
বিআর/আরআর-০৯