জগন্নাথপুর প্রতিনিধি
জুন ১৩, ২০২০
০৫:৫৯ অপরাহ্ন
আপডেট : জুন ১৩, ২০২০
০৫:৫৯ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার বাসিন্দা, পৌরশহরের আব্দুল খালিক উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শিল্পপতি শফিকুল আহমদ ভূঁইয়ার জানাজার নামাজ শেষে নিজের নির্মিত মসজিদ ও এতিমখানার পাশে আজ শনিবার (১৩ জুন) বিকেলে তাঁকে দাফন করা হয়েছে।
গতকাল শুক্রবার (১২ জুন) রাতে সিলেট শহরের পশ্চিম পীর মহল্লা আবাসিক এলাকার জগন্নাথপুর হাউসের বাসায় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর একমাত্র ছেলে কিছুদিন আগে যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। আর গত বুধবার প্রয়াতের বড় বোন সিলেট নগরে মারা যান।
আজ শনিবার সকাল ১১টার মরহুমের মরদেহ এম্বুলেন্সযোগে তাঁর জন্মভিটা জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই নয়াবাড়িতে এসে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদাড়ক দৃশ্যের অবতারণা ঘটে। এলাকার শত শত নারী-পুরুষ শেষবারের মতো তাঁকে দেখতে বাড়িতে ছুটে যান।
বাদ আসর মরহুমের জানাজা নামাজ ইকড়ছই সিনিয়র হাফিজিয়া আলিয়া মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন পর্য়ায়ের শোকাহত মানুষ জানাজায় অংশ নেন। জানাজার নামাজ শেষে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের ইকড়ছই হাসিমাবাদ এলাকায় মরহুমের নিজের নির্মিত মসজিদ ও এতিমখানা সংলগ্ন স্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
প্রসঙ্গত, শফিকুল আহমদ ভূঁইয়া সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী হিসেবে জগন্নাথপুর তথা সিলেট শহরে সুপরিচিত ছিলেন। তাঁর বাবা আব্দুল খালিক ছিলেন একজন সমাজসেবী ও সুপরিচিত প্রভাবশালী ব্যক্তি। তাঁর নামে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে খালিকনগর নামের একটি গ্রাম ও আব্দুল খালিক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন প্রয়াত শফিকুল আহমদ ভূঁইয়া। এছাড়াও জগন্নাথপুর সুনামগঞ্জ সড়কের ইকড়ছই হাসিমাবাদ এলাকায় একটি মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠা করেন তিনি।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা, সাবেক পৌর মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সফিকুল হক, সিলেট মহানগর জাসদ নেতা সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, জগন্নাথপুর সমিতি সিলেটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খসরু প্রমুখ। শোক প্রকাশকারীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এএ/আরআর-১১