করোনায় সেবাদানকারীদের প্রতি সুনামগঞ্জে নাগরিক সংহতি

সুনামগঞ্জ প্রতিনিধি


জুন ১৩, ২০২০
০৬:১০ অপরাহ্ন


আপডেট : জুন ১৩, ২০২০
০৬:১০ অপরাহ্ন



করোনায় সেবাদানকারীদের প্রতি সুনামগঞ্জে নাগরিক সংহতি

সুনামগঞ্জে করোনাকালে অগ্রভাগে থেকে যারা বিভিন্নভাবে জনগণকে সেবা ও সহযোগিতা করে যাচ্ছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আজ শনিবার (১৩ জুন) দুপুরে 'আমরা সুনামগঞ্জবাসী'র ব্যানারে জেলার সুধীজন মিলিত হয়ে করোনাকালের সম্মুখযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। 

'আমরা সুনামগঞ্জবাসী' শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে সমবেত হয়ে করোনা মোকাবিলা, মানুষকে সেবাদান ও সচেতনতায় ঝুঁকি নিয়ে স্বাস্থ্য বিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যাংক কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ যারা কাজ করছেন, তাঁদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট করতালি দিয়ে অভিনন্দন জানান। তাছাড়া যারা ইতোমধ্যে মহামারি করোনায় মৃত্যুবরণ করেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে করোনাযোদ্ধাদের প্রতি সংহতি ও ভালোবাসা জানিয়ে বক্তব্য দেন সুধীজন।

অনুষ্ঠানে করোনাকালে সেবাদানকারীদের প্রতি করোনাকালের সম্মুখযোদ্ধা সকল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ব্যাংকার ও সংবাদকর্মীসহ পেশাজীবীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ সংক্রান্ত ফেস্টুন নিয়ে উপস্থিত হয়ে সুধীজন কৃতজ্ঞতা জানান।

বক্তারা বলেন, বৈশ্বিক মহামারি করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে যেসব পেশাজীবী মানুষের সেবায় কাজ করছেন, তাদের ঋণ শোধ করার মতো নয়। আমরা তাদের প্রতি সংহতি, কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। সবার সম্মিলিত চেষ্টায় এই লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে।

এ সময় বক্তব্য দেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, লেখক ও গবেষক সুখেন্দু সেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমদ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সুনামগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক রুহুল তুহিন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, প্রথম আলোর স্টাফ রিপোর্টার খলিল রহমান, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, সুনামগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মনজুর মোর্শেদ প্রমুখ।

 

এসএস/আরআর-১২