মায়ার্কোকে উড়িয়ে দিল বার্সেলোনা

খেলা ডেস্ক


জুন ১৪, ২০২০
০২:৪৫ অপরাহ্ন


আপডেট : জুন ১৪, ২০২০
০৪:০২ অপরাহ্ন



মায়ার্কোকে উড়িয়ে দিল বার্সেলোনা
আজ রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

লা লিগায় মায়ার্কোকে ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। দলের হয়ে একটি করে গোল করেন ভিদাল, মার্টিন ব্রাইথওয়াইট, জর্ডি আলবা ও মেসি। দীর্ঘ বিরতীর পর স্প্যানিশ ফুটবল দর্শকশূন্য মাঠে গড়াচ্ছে। প্রথমার্ধে জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল যোগ করে বার্সেলোনা। আর মায়ার্কো একবারও অতিথিদের জালে বল জড়াতে পারেনি। বার্সেলোনা ৪–০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
খেলা শুরু হতেই মায়ার্কোর জালে বল জড়ান ভিদাল। আলবা বল হাওয়ায় ভাসিয়ে দিলে মাথা ছুঁয়ে গোল করেন ভিদাল (১–০)। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের ৩৭ মিনিটে বার্সেলোনার ব্যবধান দ্বিগুণ করেন ব্রাথওয়াইট। মেসির বাড়ানো বল দুর্দান্ত ফিনিশিংয়ে জালে জড়ান তিনি। ৭৯ মিনিটে গোলের দেখা পায় মেসি–সুয়ারেজরা। মেসির বাড়ানো বল জালে জড়িয়ে ব্যবধান ৩-০ করেন জর্ডি আলবা। আর্জেন্টাইন তারকা মেসি যোগ হওয়া সময়ে সুয়ারেজের দুর্দান্ত এক পাসে বল জালে জড়ান।
দিনের অপর ম্যাচগুলোতে এসপানিওল ২–০ গোলে আলাভেসকে, ভিয়ারিয়াল১-০ গোলে সেল্টা ভিগোকে, ভায়াদোলিদ ২-১ গোলে লেগানেসকে হারায়। আরেক ম্যাচকে ভ্যালেন্সিয়াকে ১-১ গোলে রুখে দিয়েছে লেভান্তে। এ জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট হলো ৬১। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ১৮ নম্বরে থাকা মায়োর্কার সংগ্রহ ২৭ পয়েন্ট।
এদিকে, আজ রবিবার (১৪ জুন) রাত সাড়ে ১১টায় এইবারের বিপক্ষে মাঠে নামছে লিগ শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ। এছাড়াও আজ সন্ধ্যায় বিলবাও'র বিপক্ষে খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও রাত ২টায় রিয়াল সোসিয়েদাদের মোকাবেলা করবে ওয়াসাসুনা।
এএন/০১