গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত, আটলান্টা পুলিশ প্রধানের পদত্যাগ

সিলেট মিরর ডেস্ক


জুন ১৪, ২০২০
০৮:০০ অপরাহ্ন


আপডেট : জুন ১৪, ২০২০
০৮:০০ অপরাহ্ন



গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত, আটলান্টা পুলিশ প্রধানের পদত্যাগ

মার্কিন পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ এক তরুণের মৃত্যুর ঘটনায় কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেছেন আটলান্টা পুলিশের প্রধান এরিকা শিল্ডস। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আটলান্টা পুলিশ প্রধানের পদত্যাগের খবরটি দিয়েছেন সেই শহরের মেয়র কেইশা লান্স বটমস। আর সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন তিনি।

জানা গেছে, শুক্রবার রাতে একটি ফাস্ট ফুডের পাশেই পুলিশের গুলিতে ২৭ বছর বয়সী রাইশার্ড ব্রুকস মারা যান। এ ঘটনার জেরে শনিবার প্রতিবাদকারীরা আটলান্টার একটি প্রধান সড়ক বন্ধ করে দিয়ে ফাস্ট ফুড চেইন ওয়েন্ডির রেস্তোরাঁয় আগুন ধরিয়ে দেয়।

মেয়র কেইশা লান্স বটমস জানান, এসব ঘটার আগেই আটলান্টার কৃষ্ণাঙ্গ তরুণ ব্রুকসের মৃত্যুকে কেন্দ্র করে আটলান্টা পুলিশ প্রধান তাৎক্ষণিকভাবে পদত্যাগ করেছেন।

মার্কিন পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণের মৃত্যুর ঘটনার ভিডিও রয়েছে। ঘটনাটি যুক্তরাষ্ট্রজুড়ে চলমান কৃষ্ণাঙ্গদের জীবন সংক্রান্ত আন্দোলন আরো ত্বরান্বিত করবে বলে মনে করছেন অনেকেই।

এক শিশু কন্যার জনক ছিলেন ব্রুকস। শনিবার শিশুটি তার জন্মদিন উদযাপন করছিল। ওই দিনই তার বাবাকে মেরে ফেলা হলো।

এর আগে গত ২৫ মে মিনিয়াপোলিস শহরে শ্বেতাঙ্গ একজন পুলিশ কর্মকর্তা জর্জ ফ্লয়েড নামে কুষ্ণাঙ্গ যুবককে মাটিতে ফেলে ঘাড়ে হাঁটু চেপে রেখে হত্যা করে। সেই ঘটনার জেরে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক প্রতিবাদ চলছে।

সূত্র : ওয়ান নিউজ

 

এএফ/০৫