শিরোপা থেকে এক জয় দূরে বায়ার্ন মিউনিখ

খেলা ডেস্ক


জুন ১৫, ২০২০
০১:১৪ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৫, ২০২০
০১:১৫ পূর্বাহ্ন



শিরোপা থেকে এক জয় দূরে বায়ার্ন মিউনিখ

বুন্দেসলিগা শিরোপা থেকে আর মাত্র এক জয় দূরে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। শনিবার রাতে বরুশিয়া মনচেনগ্লাডবাখকে ২-১ গোলে হারিয়ে লিগ শিরোপার খুব কাছে চলে গেছে দলটি।টানা অষ্টম বুন্দেসলিগা শিরোপা জেতার জন্য এখন আর মাত্র একটি জয় দরকার বর্তমান চ্যাম্পিয়নদের। সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ১৩ জয় ছিনিয়ে নিয়েছে বায়ার্ন। ২০১৭ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারির পর এক সঙ্গে টানা এত বেশি ম্যাচ জিতল এ জার্মান জায়ান্ট।

ঘরের মাঠ এলিয়াঞ্জ এরেনায় বায়ার্ন ঠিক নিজেদের মানের ফুটবল খেলতে পারেনি। কিন্তু তারপরও ঠিকই জয় ছিনিয়ে নিয়েছে বাভারিয়ানরা। লেওন গোরেটজকা ম্যাচ শেষের বাঁশি বাজার চার মিনিট আগে স্বাগতিকদের জয়সূচক গোল উপহার দেন। বায়ার্নকে এগিয়ে দেন টিনেজ স্ট্রাইকার জোশুয়া জির্কজি। পরে বেনজামিন পাভার্ডের আত্মঘাতি গোলে ম্যাচে সমতায় ফেরে মনচেনগ্লাডবাখ।

মঙ্গলবার ওয়ের্ডার ব্রেমেনকে হারালেই রেকর্ড ৩০ বারের মতো জার্মান লিগ ট্রফি ঘরে তুলবে কোচ হানসি ফ্লিকের দল। লিগের অন্য ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড ১-০ গোলে হারিয়েছে ডুসেলদর্ফকে। ৩১ ম্যাচ শেষে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বায়ার্ন। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এখন বরুশিয়া ডর্টমুন্ড।

এএন/০৭