সুনামগঞ্জ জেলায় একদিনে ৪৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


জুন ১৪, ২০২০
০৭:৩১ অপরাহ্ন


আপডেট : জুন ১৪, ২০২০
০৮:৩৯ অপরাহ্ন



সুনামগঞ্জ জেলায় একদিনে ৪৮ জনের করোনা শনাক্ত

সুনামগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৫৬৬ জনে দাঁড়াল। 

আজ রবিবার (১৪ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ৪১৮ জনের। এরমধ্যে সিলেটের ১ হাজার ৪২২ জন, হবিগঞ্জের ২৩৯ জন ও মৌলভীবাজারের ১৯১ জন রয়েছেন।

আজ সকাল পর্যন্ত সুনামগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। সিলেট বিভাগে মৃত্যু হয়েছে ৪৮ জনের। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় সুস্থ হয়েছেন ১১১ জন। সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৪৮৯ জন।  

এনসি/এনপি-০৫