ছাতকে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ছাতক প্রতিনিধি


জুন ১৪, ২০২০
০৯:০৪ অপরাহ্ন


আপডেট : জুন ১৪, ২০২০
০৯:০৪ অপরাহ্ন



ছাতকে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সুনামগঞ্জের ছাতকে পিকআপ ভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজান আহমেদ (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলার গোবিন্দগঞ্জ সাদা ব্রিজের মুখে এ ঘটনাটি ঘটে। 

মিজান আহমদ গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর দক্ষিণপাড়ার মরহুম আহসানুর রহমান মোল্লার একমাত্র ছেলে।

সূত্র জানায়, বিশ্বনাথ থেকে নিজ বাড়ি যাওয়ার পথে সিলেটগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন মিজান আহমদ। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে পিকআপ ভ্যানটি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন।

এমএ/এনপি-১১