জগন্নাথপুরে একদিনে সর্ব্বোচ আক্রান্ত ১৩ জন

জগন্নাথপুর প্রতিনিধি


জুন ১৫, ২০২০
০৭:১৫ অপরাহ্ন


আপডেট : জুন ১৫, ২০২০
০৭:১৫ অপরাহ্ন



জগন্নাথপুরে একদিনে সর্ব্বোচ আক্রান্ত ১৩ জন

সুনামগঞ্জের জগন্নাথপুর একদিনে সর্বোচ্চ ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল রবিবার (১৪ জুন) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে পৌরসভার জগন্নাথপুর বায়ুবেগ বাড়ী এলাকায় ৩ জন, বটেরতল এলাকায় ৪ জন,  কামাল কমিউনিটি সেন্টার এলাকায় ২ জন, ভবানীপুর এলাকায় ১ জন, সৈয়দপুরে ২ জন, মিরপুর ১ জন এবং রানীগঞ্জ ইউনিয়নে ১ জন।

এই ১৩ জন নিয়ে জগন্নাথপরে মোট করোনা আক্রানন্তের সংখ্যা ৪৯ জন। এরমধ্যে ৮ জন সুস্থ হয়ে বাড়ীতে আছেন। এসব তথ্য স্বাস্হ্য কমপ্লেক্স সুত্র নিশ্চিত করেছে।

এএ/বিএ-১২