জগন্নাথপুরে রেড জোন এলাকায় আক্রান্ত ৩৭ জন

জগন্নাথপুর প্রতিনিধি


জুন ১৬, ২০২০
০২:০৪ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৬, ২০২০
০২:০৪ পূর্বাহ্ন



জগন্নাথপুরে রেড জোন এলাকায় আক্রান্ত ৩৭ জন

সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। আজ সোমবার (১৫ জুন) পর্যন্ত উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৯ জন। এর মধ্যে জগন্নাথপুর পৌরসভায় আক্রান্ত ২৮ জন আর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে আক্রান্ত হয়েছেন ৯ জন। 

উপজেলা প্রশাসন আজ সোমবার জগন্নাথপুর পৌরসভা ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নকে রেড জোন ঘোষণা করেছে। আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) থেকে এসব এলাকায় লকডাউন কার্যকর হবে। প্রশাসনিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বলেন, সম্প্রতি জগন্নাথপুর পৌরসভাসহ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৪৯ জন। তাদের মধ্যে জগন্নাথপুর পৌরসভার ২৮ জন ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ৯ জন আক্রান্ত। ইতোমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৬৯ জনের। 

জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম জানান, জগন্নাথপুরের পৌরসভা এলাকা এবং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে জগন্নাথপুর পৌরসভা এবং সৈয়দপুর শাহারপাড়ায় লকডাউন কার্যকর করা হবে।

 

এএ/আরআর-১৫