বাঁচতে চায় ক্যানসারে আক্রান্ত দুই বোন

দোয়ারাবাজার প্রতিনিধি


জুন ১৬, ২০২০
০২:৪৮ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৬, ২০২০
০২:৪৮ পূর্বাহ্ন



বাঁচতে চায় ক্যানসারে আক্রান্ত দুই বোন

বুশরা ও হুমায়রা

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত সুনামগঞ্জের ছাতক উপজেলার বুশরা (৯) ও হুমায়রা (৭) নামের দুই বোন। তারা উপজেলার দোলারবাজার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলমপুর নিবাসী দিনমজুর বশর আলীর মেয়ে। সকলের মানবিক সহায়তায় বাঁচতে চায় দরিদ্র পিতার এই দুই সন্তান।

তাদের পরিবার সূত্রে জানা গেছে, দুই বোনের দেহে ক্যানসার নামক মরণব্যাধিটি দীর্ঘদিন ধরে বাসা বেঁধে আছে। দরিদ্র পরিবারের পক্ষে তাদের চিকিৎসার খরচ বহন করা সম্ভব না হওয়ায় দুই বোন সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছে।

তাদের পিতা বশর আলী জানান, স্থানীয় লোকজনের দেওয়া সহায়তায় সন্তানদের সামান্য চিকিৎসা করাতে পারলেও বর্তমানে কোনোভাবেই চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না।

স্থানীয়রা জানান, দুই বোনের চিকিৎসার প্রয়োজনীয় অর্থ যোগান না দিতে পারলে একসময় হয়তো নিভে যেতে পারে মেয়ে দু'টির জীবন প্রদীপ। এলাকার লোকজনের দেওয়া সহায়তা ক্যানসারের মতো ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে অপ্রতুল। এছাড়া কিছুদিন পর পর দুই বোনের শরীরের রক্ত বদলাতে হচ্ছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলতে সকল মহলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

দুই বোনের চিকিৎসায় সহায়তা প্রদানের জন্যে ০১৭২৩৫০৮৫৯২ (নগদ) নম্বরে টাকা পাঠানো যাবে বলে জানিয়েছেন তাদের বাবা বশর আলী।

 

এইচএইচ/আরআর-১৭