ছাতক প্রতিনিধি
জুন ১৬, ২০২০
১০:৩১ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৬, ২০২০
১০:৩৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ছাতকে প্রাণঘাতী সংক্রামক ব্যাধি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে পুরো উপজেলাকে তিনটি জোনে ভাগ করা হয়েছে।
যেসব এলাকা রেড জোনে নেওয়া হয়েছে সরকারের নির্দেশনা অনুযায়ী এসব এলাকা অবরুদ্ধ করা হবে এবং গ্রীন ও ইয়োলো জোনে সীমিত পরিসরে খোলা থাকবে বলে জানানো হয়ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, জনসংখ্যা ভিত্তিক সংক্রমণের হার দেখে ছাতক পৌরসভাসহ তিনটি ইউনিয়নে রেড জোন ঘোষণা করা হয়েছে।
রেড জোনের আওতাভুক্ত ইউনিয়নগুলো হলো, কালারুকা, জাউয়াবাজার ও নোয়ারাই ইউনিয়ন।
ইয়োলো জোনে আছে ইসলাম পুর, গোবিন্দগঞ্জ সৈদেরগাওঁ, ছৈলা আফজালাবাদ, উত্তর খুরমা, দক্ষিণ খুরমা, সিংচাপইড় ইউনিয়ন।
গ্রীন জোনে আছে, ছাতক সদর, চরমহল্লা, দোলারবাজার ও ভাতগাওঁ ইউনিয়ন।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাইওয়ে ব্যাতীত অন্য সড়কে সকল যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং সব ধরনের অফিস ও দোকানপাট বন্ধ রাখার জন্য বলা হয়েছে। শুধুমাত্র ঔষধের দোকান ব্যাতীত মুদি দোকান এবং কাচা বাজার বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
এই নিষেধাজ্ঞা চলাকালে কেউ তার নিজস্ব কর্মস্থল ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না বলেও জানান তিনি।
এমএ/বিএ-০১