জামালগঞ্জে আরও ৭ জন করোনায় আক্রান্ত

জামালগঞ্জ প্রতিনিধি


জুন ১৬, ২০২০
১০:১৪ অপরাহ্ন


আপডেট : জুন ১৬, ২০২০
১০:১৪ অপরাহ্ন



জামালগঞ্জে আরও ৭ জন করোনায় আক্রান্ত

সুনামগঞ্জের জামালগঞ্জে একই বাড়ির ৪ জনসহ আরও ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর।

আক্রান্তদের মধ্যে রয়েছেন সদ্য প্রয়াত সাচনা বাজারের ব্যবসায়ী পংকজ পাল চৌধুরীর স্ত্রী ও সারদা সংঘের সভাপতি মাধবী পাল চৌধুরী, তার ছোট ভাই ব্যবসায়ী প্রজেস পাল চৌধুরীর স্ত্রী মিতু পাল চৌধুরী, তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের দুই কর্মচারী কিংকর দাস ও সজীব তালুকদার, সাংবাদিক বিশ্বজিত রায়ের ছোট ভাই সুজিত রায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আঞ্জুমান আরা ও এমএলএসএস আনোয়ার হোসেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৩ জুন ৩৩ জনের নমুনা সংগ্রহ করে সিলেটের ল্যাবে পাঠানো হয়। তাদের মধ্য থেকে ৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। আক্রান্ত ৭ জনের মধ্যে ৫ জন হোম আইসোলেশনে ও ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে আছেন বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র। এ নিয়ে জামালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৫ জনে।

 

বিআর/আরআর-০৪