সিলেট মিরর ডেস্ক
জুন ১৭, ২০২০
০২:৪৫ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৭, ২০২০
০২:৪৫ পূর্বাহ্ন
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৫৮ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরেছেন।
আজ মঙ্গলবার (১৬ জুন) ইউএস বাংলা বিমানের একটি বিশেষ ফ্লাইটে তারা ফিরেছেন।
সকালে ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে জানান ইউএস-বাংলা এয়ারলাইন্সের (মহাব্যবস্থাপক, জনসংযোগ) কামরুল ইসলাম।
তিনি জানান, দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২১ মিনিটে ১৫৮ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। সকাল ৭টা ১৩ মিনিটে ঢাকায় অবতরণ করে ফ্লাইটটি। দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।
আরসি-০৭