অনাথ শিশুদের ইংরেজি শিক্ষায় জন্য ক্যাপ ফাউন্ডেশনের ব্যতিক্রমী বোডিং স্কুল

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ১৪, ২০২৫
০১:০৪ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৪, ২০২৫
০১:০৭ পূর্বাহ্ন



অনাথ শিশুদের ইংরেজি শিক্ষায় জন্য ক্যাপ ফাউন্ডেশনের ব্যতিক্রমী বোডিং স্কুল


# পর্তুগিজ রাজ পরিবারের তিন সদস্য ঘুরে গেলেন বোডিং স্কুল

# ১০০ অনাথ শিশুকে ব্রিটিশ কারিকুলামে শিক্ষা দেওয়া হবে

অনাথ শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ক্যাপ ফাউন্ডেশন নামে একটি দাতব্য প্রতিষ্ঠান। তারা বিনামূল্যে ১০০ অনাথ শিশুকে ব্রিটিশ কারিকুলামের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চালু করছে বোডিং স্কুল। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথম সেশনের পাঠদান। তার আগে ‘ক্যাপ ফাউন্ডেশন ভিলেজ দ্য গার্ডিয়ানস’ নামের এই প্রকল্প ঘুরে গেলেন পর্তুগিজ রাজপরিবারের তিন সদস্য। তারা প্রকল্প এলাকায় বাচ্চাদের জন্য নির্মিত একটি সুইমিং পুলের উদ্বোধনের পাশাপাশি পুরো প্রকল্প ঘুরে দেখেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সিলেট সদর উপজেলার সালিয়া এলাকায় ১৫০ শতক জায়গার উপর প্রতিষ্ঠিত ‘ক্যাপ ফাউন্ডেশন ভিলেজ দ্য গার্ডিয়ানস’-এর অভ্যন্তরে এই সুইমিং পুলের উদ্বোধন করেন। পরে শিক্ষাপ্রতিষ্ঠানটির আঙ্গিনায় স্মৃতি স্মারক হিসেবে তিনটি বৃক্ষ রোপন করেন।


পর্তুগিজ রাজ পরিবারের সদস্যরা হলেন- এইচআরএইচ দ্যুম ডুয়ার্থ পিই ডি ব্রাগানজা, এইচআরএইচ ইসাবেল ইনেস ডি কাস্ত্রো সি. ডি হেরেডিয়া ডি ব্রাগানজা এবং এইচআরএইচ আফোন্সো ডি সান্তা মারিয়া ডি ব্রাগানজা। তারা শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে দুটি ডালিম গাছের ও একটি জলপাই গাছের চারা রোপন করেন। পরে তারা স্থানীয় শিশুদের নিয়ে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী শিশুদের সঙ্গে কথা বলেন। তারা এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এসময় তারা বলেন, ‘আমরা এসেছি মানবিক সহায়তা ও শুভেচ্ছা প্রদর্শনের উদ্দেশ্যে।’ ক্যাপ ফাউন্ডেশনের অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে তারাও।কাজ করবেন বলে জানান।

ক্যাপ ফাউন্ডেশনের পক্ষে এসময় উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির চিফ প্যাট্রন ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মোহাম্মদ বাকীর, লিগ্যাল অ্যাডভাইজার ব্যারিস্টার মইনুল ইসলাম এবং ফাউন্ডার ও সিইও আব্দুল নূর হুমায়ুন। 


বোডিং স্কুল ঘুরে ও উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫০ শতক জায়গার উপর নির্মিত বোডিং স্কুলে শিক্ষার্থীদের আবাসনের জন্য ৩টি ডরমেটরি, একাডেমিক ভবন, একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্র, লাইব্রেরি, প্রশাসনিক ভবন, ইন্টোর স্পোর্টস কমপ্লেক্স ও মসজিদ রয়েছে। এছাড়া স্টাফদের জন্য ৫টি স্টাফ হাউস রয়েছে। 

এরই মধ্যে শিক্ষার্থীরা বোডিং স্কুলে উঠলেও তাদের পাঠদান কার্যক্রম আগামী বছর শুরু হবে জানিয়েছেন ক্যাপ ফাউন্ডেশনের ‘ভিলেজ দ্য গার্ডিয়ানস’ এর কর্মকর্তা দিপক অধিকারী। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘আপাতত প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পাঠদান শুরু হবে। যেহেতু ব্রিটিশ কারিকুলামে এটি চালবে তাই তাদের সময়সূচি অনুযায়ী আগামী বছরের সেপ্টেম্বর থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে।’ তিনি বলেন, ‘পর্যায়ক্রমে এখানে আমরা টেকনিক্যাল কলেজ চালু করব।’। কারা এখানে পড়াশোনার সুযোগ পাবে প্রশ্নে তিনি বলেন, ‘যেসব শিশুদের মা-বাবা নেই, মা আছেন বাবা নেই বা বাবা আছেন মা নেই তারা এখানে পড়াশোনার সুযোগ পাবে।’



এএফ/০১