নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৫
১২:২৬ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৪, ২০২৫
১২:২৬ পূর্বাহ্ন
পর্তুগালের ব্রাগাঞ্জা রাজপরিবারের সম্মানে এক বর্ণাঢ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে নগরের মিরবক্সটুলাস্থ সিলেটের হোটেল রয়েল মার্কে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালের ব্রাগাঞ্জা রাজপরিবারের সদস্য এইচ.আর.এইচ. ডম দুয়ার্তে পিও, ডিউক অফ ব্রাগাঞ্জা; তাঁর সহধর্মিণী এইচ.আর.এইচ. ইসাবেল ইনেস দে কাস্ত্রো সি. দে হেরেদিয়া দে ব্রাগাঞ্জা এবং তাঁদের পুত্র প্রিন্স আফোনসো দে সান্তা মারিয়া দে ব্রাগাঞ্জা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যার আসিফ নিসার বাজওয়া (KCR, KCRC, GCST) এবং স্যার শেখ আলিউর রহমান (KGOR, OBE)।
মতবিনিময় সভায় সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজকর্মী, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। সভায় সিলেট অঞ্চলের ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী। তিনি তাঁর উপস্থাপনায় সিলেট অঞ্চলে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্রগুলো তুলে ধরেন এবং রাজপরিবারের মাধ্যমে পর্তুগিজ ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হওয়ার আহ্বান জানান।
শিশুশ্রম ও শিক্ষা বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন আকবেটের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সায়েম। তিনি শিশুশ্রম রোধ ও শিক্ষার প্রসারে আকবেটের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন বিসিবির পরিচালক রাহাত সামস্।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমেদ, এবিএম গ্রুপের চেয়ারম্যান আতাউল করিম সেলিম, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সহসভাপতি ফেরদৌস আলম, সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আইনজীবী মো. এজাজ উদ্দিন, বিশিষ্ট আইনজীবী মাসরুর চৌধুরী শওকত, প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি ডা. নূরুল হাসান সিদ্দিকী, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক মাহবুব আহমদ, সিটি কর্পোরেশন কন্ট্রাকটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুম ইফতিখার রসুল সিহাব, হোটেল নূরজাহান গ্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক শাফি মোহাম্মদ নাহিয়ান, এম আহমদ টি কোম্পানির স্বত্বাধিকারী সাবেত নাঈম চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটির কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক ডা. জাকির হোসেন তাপু, কমলা ভান্ডারের স্বত্বাধিকারী ব্যবসায়ী নেহার কুমার রায়, ব্যবসায়ী লিবন আহমদ ও আহমেদ রাজিব, রোটারিয়ান মাসুমা চৌধুরী, ইউরো কিডস স্কুলের সেন্টার হেড রুশিনা চৌধুরী এবং সাংবাদিক মইন উদ্দিন মঞ্জু ও শেখ নাসিরসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানের উপস্থাপনা করেন রুহেনা সুলতানা এবং পর্তুগিজ রাজপরিবারের জীবনী পাঠ করেন জিনাত মোস্তফা। সভার শেষে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন এবং মনিপুরী নৃত্য প্রদর্শন করেন, যা অতিথিদের গভীরভাবে মুগ্ধ করে।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, যেখানে অংশগ্রহণকারীরা সিলেট ও পর্তুগালের মধ্যে ব্যবসা, সংস্কৃতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
এএফ/০১