সিলেট মিরর ডেস্ক
জুন ১৭, ২০২০
০৬:৩৭ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৭, ২০২০
০৬:৩৭ পূর্বাহ্ন
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় ভাই আবদুল হামিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি কুমিল্লার লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
গতকাল সোমবার (১৫ জুন) রাতে আবদুল হামিদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আজ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অর্থমন্ত্রীর ছোট ভাই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান গোলাম সারওয়ার।
চেয়ারম্যান গোলাম সারওয়ার বলেন, ‘সোমবার রাতে করোনা পজিটিভ রিপোর্ট আসে আবদুল হামিদের। কুমিল্লা শহরের ঝাউতলার বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি। জ্বর ছাড়া তার শরীরে অন্য কোনো উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন। তার পরিবারের সবার নমুনা সংগ্রহ করা হয়েছে।’
এনপি-০৫