সিলেট মিরর ডেস্ক
জুন ১৭, ২০২০
০৮:৩৩ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৭, ২০২০
০৮:৩৪ পূর্বাহ্ন
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮৬২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন, মোট রোগীর সংখ্যা ৯৪ হাজার ছাড়িয়েছে। সরকারি হিসেবে থেকে দেখা যাচ্ছে, গত এক মাসে বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণও ব্যাপকভাবে বেড়েছে। সবশেষ হিসেবে আক্রান্তের সংখ্যা ৯৪৪৮১ জন। গত প্রায় এক মাসে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৬০০-রও বেশি বৃদ্ধি পেয়েছে।
এদিকে দেশে গত এক মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যায় বড় রকমের উর্ধ্বগতি দেখা যাচ্ছে। সরকারের স্বাস্থ্য অধিদফতরের হিসেব থেকে দেখা যায়, সর্বশেষ মোট মৃত্যুর সংখ্যা ১২৬২ জন ।
গত প্রায় এক মাসে মৃতের সংখ্যা ৯১৩ জন বেড়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৩৬ হাজারের বেশি মানুষ।
২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।
জেএসএস/এনপি-০৭